Wellcome to National Portal
Main Comtent Skiped

কীভাবে যাবেন

রাজধানী ঢাকার সবচেয়ে নিকটতম জেলা নারায়ণগঞ্জ। ঢাকা হতে সড়ক পথে বাস যোগে এবং কমলাপুর রেল স্টেশন হতে রেল যোগে খুব অল্প সময়ে এ জেলায় আসা যায়। গুলিস্তান হতে আসিয়ান, বন্ধন, উৎসব, আনন্দ, সেতু ও বিআরটিসি ইত্যাদি বাস রয়েছে। প্রতি ৫ মিনিট অন্তর বাস চলাচল করে। এছাড়া ঢাকা হতে এ জেলার অন্যান্য উপজেলায় নিয়মিত বাস যোগোযোগ রয়েছে। নারায়ণগঞ্জ দেশের অন্যতম নদী বন্দর হওয়ায় এখানে লঞ্চসহ নৌ-পথে সহজে যাতায়াত করা যায়।